এ কেমন খেলা তোমার?
যে অন্যায় করছো প্রতিনিয়ত
প্রকাশ পাওয়ার প্রাক্কালে
আমাকে জড়াও মিথ্যা আরোপে।
কোন আত্মরক্ষার জন্য নয়
আমাকে চরমভাবে দোষী সাজাতে।

এ কেমন ভাবনা তোমার?
যে স্বভাবে হেয় পতিপন্ন হও
জবাবদিহীতার পূর্বক্ষণে
এলোমেলো মিথ্যা অজুহাতে
অযাজিতভাবে হেয় করো আমায়।
কোন অনুশোচনার জন্য নয়
আমাকে ছোট করাই তোমার ব্রত।

এ কেমন কৌশল তোমার?
যে ঘৃণায় ঘৃণিত আমি আজীবন
দ্বন্দ্ব নিরশনের সমঝোতায়
নির্যাতিত হওয়া নারী সেজে
অকপটে বিপরীত কথা সাজাও।
ভূলে বা হেয়ালিপনায় নয়
প্রতিপক্ষ বা শত্রু পতিপন্ন করায় ।

বিস্ময় তুমি!!
অবাক করা চৃরিত্র তোমার,
কলংক আছে ভূরি ভূরি
তবু কোন ছাপ রাখনা তার।।