বিস্মিতবাক
*******
জীবন যেখানে বিস্ময়াদিতে যেমন
মানিয়ে নেওয়ার সংলগ্নতা তেমন।
চেনা জানার নেই নির্দিষ্ট পরিসীমা
আজ যা নিজের কাল তা অচেনা।
অঘটিত ভবিষ্যৎ কাল্পনিক আনন্দ
ভালো মন্দের বিবাদে অহেতুক দ্বন্দ্ব।
আগত ভবিষ্যতের লিখিত পাতা নাই
তবুও ঈর্ষা দ্বেষে ভাগ্য পুড়ে হয় ছাই।
জীবন বয়ে চলে সুখ প্রাপ্তির আশায়
ব্যর্থতার ভগ্নহৃদয় নিরাশাকে হাসায়।
কপাল চাপরে কাঁদে হারায়ে লব্ধ সুখ
হাসির আড়ালে লোকায় কলঙ্কিত মুখ।
অপবাদের নিন্দায় অযথা কেউ দোষী
অহেতুক অপমানে কিছু মানুষের খুশি।
খ্যাতির আশা করে মাথায় ঝুলে নিন্দা
ভাল কথায় মনে হয় দুরভিসন্ধি ধান্দা।
দেহ পাগল মানুষগুলো দেহ চুষে খায়
মন পাগল মনগুলো থাকে অস্থিরতায়।
দুর্নীতিবাজ অসৎ মানুষের সর্বত্র রাজ
তারাই এখন সংরক্ষক চালায় সমাজ।
।।।।।।।।।।।।