বিশুদ্ধ
*******

অশুদ্ধ যোগফলের গড়মিল
বিশুদ্ধ যুক্তিতে হবেনা মিল।
যে যার সুখে থাকার কারণ
গড়মিলেও অশুদ্ধ বলা বারণ

সমষ্টিগতভাবে বিফল জীবন
যে পর তাকেই ভাবে আপন
কেউ কারো আনন্দের কারণ
বিভেদ বিরতি মাঝেও স্মরণ।

প্রত্যাশা থাকে নিরবিচ্ছিন্ন কথা
প্রতিক্ষার দান বিচ্ছেদ ব্যাথা।
মিশ্র সংলগ্নতার ঈষৎ মনোভাব
বহিঃপ্রকাশে রয় কষ্টের প্রভাব।

জানা-অজানায় মানুষের স্বরূপ
যতটুকু অনুভব ততোটুকু বিদ্রুপ
ভাল মানুষ ভাল নয় মন্দের কাছে
মন্দের কাছে সবকিছু মন্দই থাকে।
।।।।।।।।।