বিষমন
********

সুখ থাকলেও সুখী হওয়া যায়না
সব সুখে মন প্রকৃত সুখ পায়না।
যদি মনে না থাকে পূর্ণতার সুখ
উল্লাস পরিতোষেও ভরে না বুক।

আনন্দিত হয়না মন সব আনন্দে
প্রফুল্লতা যদি না থাকে স্বাচ্ছন্দে।
ব্যথিত হৃদয়ঙ্গমে যদি হয় কু-জন
খুজে ফিরে মন যে প্রকৃত আপন।

অল্প বেঁচে থাকা যেন মৃত্যু সমান
জীবণ যখন দেয় নিরবতার প্রমাণ।
বেঁচে থেকেও যখন মৃত থাকতে হয়
মানুষে তখন আর জীবিত রূপ নয়।

মিষ্টি কথার মিষ্টতা অনেক মধুর হয়
কেটে যায় বিধুরতা, শ্রবণে শ্রুতিময়।
সকল শ্রবণের মধুরতা মুগ্ধতার নয়
মধুর মৌচাকে বিষাক্ত মৌমাছি রয়।

অনেক ভালবাসার রূপ প্রবল ঘৃণায়
অবহেলার মনস্তাপ নিরবতার ফণায়
কিছু বিশ্বাস হয় নীজের চেয়ে আপন
কিছু বিশ্বাসের বিষের জ্বালা সর্বক্ষণ।

।।।।।।।।