বিষাদের আগুন
******************
জগন্য মনের খারাপ অভ্যাস
বিষাদে ভরা কাল অন্তর, অনন্ত ক্ষতি।
আগুনে পুড়ে ভস্মীভূত যার আশা
পরিতাপের স্রোতে ডুবে তার জীবন।
কখনও সুন্দর মুহূর্তগুলো
কখনও শুধু শূন্যতার অবকাশ।
মূল্যহীন হয়ে যায় ভালোবাসা
ধোঁয়ার মতো মিলিয়ে যায় আশা।
অসাধ্য স্বপ্নেরা থাকে পরিতাপে ভরা
হৃদয়ের ক্ষত থাকে অক্ষত শূন্যতায়।
শেষ হয়ে যায় সব এক এক করে
অন্ধকারে হারায় আলোর ঠিকানা।
তবুও মনে হয় কিছু থেকে যায়
কিছু অনুভূতি, স্মৃতি, কিছু কথা
যা হৃদয়ে জ্বলতে থাকে মিটিমিটি
কয়লার মতো ফু দিলে নিভে না।
পরিতাপের রেশ থাকে চিরকাল
এসিড দগ্ধ চামড়ার দাগের মত
মূহুর্তে মূল্যহীন হয়ে যায় সব কিছু
বিশ্বাস হয় ছিনতাই পরিণতির হাতে।
।।।।।।।।।।।