বিরূপ ভূলে
********
অভিমান মনে না জড়িয়ে
আমাকে জড়িয়ে ধর,
রাগ গুলো পোষ না মানিয়ে  
আমায় পোষ্য কর।

অনিদ্রায় রাত না কাটিয়ে
পাশে আমায় নাও,
গোপন বিরোধ ছুড়ে ফেলে  
ভালোবাসাটুকু দাও।

অহংকারে দেমাগী না হয়ে
হাসি রাখ মুখে,
মিথ্যা গৌরবে উদ্ধত না হয়ে
টেনে নাও আমায় বুকে।

কষ্ট-ব্যথায় ব্যথিত না হয়ে
সুখ টুকু খুঁজে নাও,
মিথ্যা ঘৃণায় পর না করে
মনে আশ্রয় দাও।

বিরোধিতায় বিরুদ্ধ না হয়ে
আপন করে ভাব,
অগ্নির শিখা দাবানল হলে
কি করে নিভাব?