বিরম্বনা
*****

মুখ নাড়ালেই কথা বলা হয় না
তাকিয়ে থাকা মানেই দর্শন নয়
সকল কথা যেমন সরল সত্য হয় না
তেমনি সকল মিথ্যা অসত্য নয়।
সত্যের সরলতা ও মিথ্যার গরলতা
শুধু পর্যবেক্ষণ ও অবলোকনের বিরম্বনা।
আলো থাকলে অন্ধকার দূরীভূত হয়
অন্ধকার দ্বারা আলো বিতাড়িত হয়না।

প্রতিবাদ না করা মানে অক্ষমতা নয়
সহ্য করা নয় কোন অসামর্থ্যতা
সহজ-সরল হওয়া মানে নির্বোধ্ নয়
সভ্য-শিষ্টতা নয় কোন ভীরুতা।
  
কাছে না থাকা মানে চলে যাওয়া নয়
পাশে থেকে দূরত্ব রাখার চেয়ে
দূরে থেকে কাছে অনুভব করা ঢের ভালো
অবাধ্যতায় স্পর্শ করা নিষিদ্ধ
অনুভবে ছুয়ে দে'য়া বাধ্যতা নিষ্প্রয়োজন।
মিথ্যা দিয়ে সত্যকে লুকানো যায়
তবে সত্যকে বদলানো যায় না।
মুখের কথায় সব কিছু বলা যায়
যা মনের গভীরে তা মুছে ফেলা যায়না।

সরলতা মানুষের অপারগতা নয়
ভদ্রতা নয় কোন দুর্বলতা
আদর্শবান হওয়া দারিদ্রতা নয়
অহিংসুক হওয়া নয় কোন ব্যর্থতা।