বিপ্রতীপ
★★★★
কষ্ট নামের ব্যাথাগুলো
লালন করে মনে যতনে
আশা নামের নিরাশা’রা
জেগে উঠে উগ্র চেতনে।
রুষ্টভাবাপন্ন শকুনের মন
মরণ সংকটের দুর্ভাবনায়
অভিশপ্ত উদ্বেগের দু'নয়ণ
ব্যকুলতা জড়িয়ে অসহায়।
দুশ্চিন্তা নামের মেঘগুলো
ঝরে পিপাসার অশ্রু হয়ে
সপ্নগুলো দেখেনা আলো
অন্ধকারাচ্ছন্ন বদ্ধ হৃদয়ে।
বন্য ফুলের বিষ জ্বালাবোধ
দুইয়ের তফাৎ সম ব্যবধানে
অসহায় মানুষের ঘোরাছুট
থুবড়ে পড়ে রয় সঙ্গোপনে।
অসম্ভব সত্যে মিথ্যা ভরসা
আষাঢ়ে যেমন শুকনা খাল
পাপাত্মায় কভূ স্থিরতা আসা
গুড়ের স্বাদ যেন বেজায় ঝাল।