বিনীত
********
বিষ দাঁতের বেশ নগ্ন হাসি
ভীতি নিয়ে তবু ভালবাসি।
সহজ ভাষায় কঠিন কথা
দ্বন্ধের সমাগম যথাতথা।
প্রথম দেখার ভদ্র স্বভাব
কাল ক্ষেপণে ঘটে অভাব
বুঝেনা আর আগের মতন
আত্নভাবে সহসা পরিবর্তন।
তার চেয়ে ভাল আত্নভুলা
চলছে চলুক অসম খেলা।
যত হবে দুরত্বের আবেশ
নতুন করে ঘটবে প্রবেশ।
শঙ্কিত মনের নিখুঁত কথা
আশায় বেধে এলো হতাশা।
সময়ের হাতে যত ব্যবহার
বিনীত মন ফিরল না আর।
।।।।।।