বিনিময়
*********

মন্দ ভাবনা কখনও জাগেনি মনে
অন্যের অনিষ্ট ঠেকিয়েছি নিজের অনিষ্টতায়
পরের শুভ কামনায় কেঁদেছি সবসময়
প্রাপ্য গুলো বিসর্জন দিয়েছি অকাতরে
খুয়েছি সম্মান নির্দ্বিধায় পরের উপকারে
তবু জীবন এতটা কষ্ট কেন দেয় আমায়!

অশুভ বিনিময়গুলো খুব উল্টো হয়
বড় বড় লোকের বড় কোন কষ্ট নেই
বড় প্রতারক প্রতারিত হয় খুব কম
যে বড় স্বার্থপর তার স্বার্থে ব্যাঘাত ঘটে না
বড় মিথ্যাবাদী সত্যবাদী বলে প্রমাণিত হয়
বড় ফন্দিবাজের কলা-কৌশলও অনেক বড়
তারা সবকিছুতেই বড়, তাদের পাওয়াটাও বড়।

শুভ বিনিময়গুলোও বেশ চমৎকার
উল্টো হলেও পাল্টায় অনেক বেশি
হিংসুটে ভাব শুভকর্মের সহায়তায়
চরম বিপদে পাশে থাকা যেন ঘাতকতা
বিপদে ভাল যুক্তির ভাবনা জ্ঞান বিতরণ
সবকিছু ফেরত আসে উল্টো হয়ে
যেন এক বুক ভালবাসার বিনিময় এক সাগর কষ্ট।

অন্তিম জ্ঞতার্থে বুঝে যাই চুড়ান্ত
এক কাজে উজার করতে নেই সবকিছু
কিছু জমিয়ে রাখা ভাল যোগ্য শূন্যতা পূরণে।
পূর্ণ মাত্রায় মায়া করতে নেই অপ্রয়োজনে
দামী মায়া মূল্যহীন হয়ে পড়ে র‍্য় অগোচরে
যথার্থ যোগ্যতার যথাযথ যথারীতি বিনিময়
শুভগুলো ভাল হোক
পরে থাকুক অশুভ অনুনয়।
।।।।।।