বিকরণ
*******

অভিশাপে ডুবে আছি মত্ত হয়ে
চেনা জনের অচেনা কথা নিয়ে
কর্কশ ভাষায় অনিষ্টতার শাপ
প্রীতি’র বিনিময়ে নিন্দার তাপ।

রাগান্বিত মনের অভিশপ্ত কথা
অযাচিত কষ্টের অসহনীয় ব্যথা
অশুভ চিন্তা-কথনের তীক্ষ্ণধার
যেন পূর্ণিমা রাতে গাঢ় আঁধার।

বরফের বুকে প্রজ্জলিত শিখা
হৃদয় ছেদন অপ্রীতিকর কথা
উপবাসী উদর ক্ষুধা ধৈর্যশীল
অপবাদের যাতনা লজ্জা মলিন।

বাঘ ভীতিতে শঙ্কিত নয় মন
মরে যাই তবে চতুরতা যখন
উতরাতে পারি দুর্বোধ্য বাধা
সহেনা মন সহসা জঘন্য কথা।

মানুষ তো মানুষেরই জাত
তবু কেন ডাকে পশুর ডাক?
শুকর, কুকুর পশুরা জানুক
লজ্জা পাই ভেবে আমিও মানুষ।