বিক্ষিপ্ত
********
সময়ের কাছে ছেড়ে দিয়েছি নিজেকে
মেনে নিয়েছি অভিন্ন করে ভাগ্যটাকে।
আশাগুলো লুকিয়েছি ঘোর অন্ধকারে
তৃষ্ণার্ত বিশ্বাসগুলো মরে ছটফট করে।
উলুবনে মুক্তা ছড়িয়ে হারিয়েছি সমূদয়
চড়া দামে মান বাড়াতে ভেঙেছি প্রত্যয়।
ভাগ্যের খেলায় ঘটেছে অনিন্দ্য ব্যত্যয়
তবু আশায় বসে থাকা ইত্যাদি অবক্ষয়।
অযাচিত ভাল ভাগ্যের যতসব মন্দ লোক
ভাল মানুষ কাতরে মরে নিয়ে স্থায়ী শোক।
ভাল-মন্দ ভাগ্য খেলায় মানুষ বড় অবোঝ
‘কর্মই ভাগ্য’ না ‘ভাগ্যে কর্ম’ অটল বিরোধ।
দিন-রাত অন্তহীন আলো আধারের খেলা
ভাগ্য তাদের চিরস্থায়ী যন্তবান ও অবহেলা।
আলোর জলকে দিন ও আলোর হেলায় রাত
আলোর ভাগ্য বিক্ষিপ্ত হলে সময় কুপোকাত।
।।।।।।।।।।।