বিহ্বল
**********

ভেতর মনে যেমনটা ভাবি
দেখি না তেমন প্রতিচ্ছবি
আয়নায় দেখলে মনে হয়
এটা নিজের প্রতিবিম্ব নয়।

মন ও চেহারা’য় বেশ অমিল
গরম-শীতল’র বিবেধ সামিল
ভেতরে জাগ্রত আত্মবিশ্বাস
চেহারায় ফূটে বড় অবিশ্বাস।

মনোবলে আমি সমস্ত পারি
চেহারায় উদয় অকর্মা ঝুড়ি
প্রতিবিম্বে পাই নীরস খাটাশ
অন্তরের রস উপচে টপাশ।

ভেতরে প্রেমের বিস্ফোরণ
চেহারায় আছে বিদঘুটে বরণ
মনটা বেষ্টিত কষ্টের আবরণে
চেহারা প্রকাশ স্বস্ত্যয়ণ বরণে।

ব্যপারটা অধিক অস্বাভাবিক
পূণরায় ভাবি হয়তো স্বাভাবিক
উপেক্ষিত ভাবনা হয়েছে গরল
ভেতর-বাহির চরিত্রের বিহ্বল।

আয়নার সামনে দাঁড়াই যখন
নিজেকে নিজে পাই না তখন
চিন্তা ও কর্মে তফাৎ বিদ্যমান
ভেতর ও বাহির তার প্রমাণ।
।।।।।।।।।