বিচরণ
*******
মনের টানে মন নিরঞ্জনা
অন্তহীন অপ্রকাশ চিত্তচাঞ্চল্য
অভ্যন্তরীণ খপ্পরে বাহির নিরোধন
প্রকরণে অযোগ্য, অকস্মাৎ নিঃসৃত
দেহাংশের স্থানচ্যুতিতে বিনিদ্র আমোদ।
রাত গভীর, ঘুমন্ত সকলে নিষ্ক্রিয়
জেগে থাকা কুকুরের ঘেঊ
নিরবতা ছিন্ন করে চিবুকে স্পর্শ
পরশে শিহরিত কলেবর
ক্ষীণ চিত্ত বোধ অনমনীয়
জ্ঞেয় বিভ্রাটে খন্ডিত অভিলাষ।
স্বেদজলে সিক্ত ক্লান্ত দিপ্রহর
সংলগ্নতা সমান্তরাল গাত্র
উষ্ণ অধরার অভিভাষণ
বোধ লঙ্ঘন চুম্বকাকর্ষণ
সুখানুভূতির পুষ্পরস লেহ্য
অপ্রকট পরমানন্দের মহিমা
নীরব, নিঃশব্দ, বাকহীন। আহ!