বিচিত্র
********

ছোটবেলার গল্প বড় কালের বোধগম্যতা
বড় কালের জীবন ছোটদের চমক কাহিনী
এটাই জীবন চক্রের বাস্তব ইতিহাস
জীবন থেকে কোন কিছু বাদ দেয়া যায় না
প্রতিটি ক্ষণ জীবনের একটি নতুন গল্প
নিত্য নতুন কবিতায় অগণিত পাতার কাব্যগ্রন্থ।

হাসি দেখলে পাশের লোক হাসতে থাকে
অথচ কি অবাক করা অনুভূতির নীতি
কাঁদন দেখলে কেও সাথে কাঁদে না।
উল্টো কেও কেও হাসতে থাকে
মিচকে হাসি, বাহারী কিংবা উপেক্ষার হাসি।
প্রতিটি জীবন যেখানে শুরু হয় কান্না দিয়ে
জীবনে প্রথম উচ্চারিত হয় কান্নার শব্দ
সেই কান্নাকে মানুষ কত পর করে রাখে
দূরে সরে থাকতে চায় কান্নার ভূবণ থেকে
কান্নার মূহুর্ত জীবন মেনে নিতে চায়না
জীবনের প্রতিটি ক্ষণ বড্ড বর্ণবিশিষ্ট।

জীবন নানারূপে চিত্রিত বিস্ময়কর বিচিত্র
সাদা-কালো, উচু-বেটে, চিকন-মোটা নয়
নয় কোন ধনী-গরীব ও মধ্যমের ব্যবধান
ছোট-বড়, নারী-পুরুষ কোন পৃথকত্ব নয়
বিবেচ্য হয় মন, মানসিকতা ও মনুষ্যত্ব্ব।