বিচ্ছেদ দুরীকরণ
***********

জীবনে দ্বিতীয় বারের মতো মন ভাঙলো আজ
প্রথম ভেঙেছিল… নাই বা বললাম, পড়ে থাক!
কিছু কথা থাকে নীজের যা আপন যত্নে থাকে
প্রকাশে স্বত্ত্ব হারায়, গন্ধ বদলে যায় স্নায়ু চাপে।

আজ দ্বিতীয় বার মন চৌচির হলো ঠিক এখন
মাটিতে ঠোকে বেলের শক্ত খোসা ফাটে যেমন।
কি করবো বল, আমি মানুষটাই এমন সাধারণ
তোমার কাছে যা অহরহ আমার তা অসাধারণ।

দ্বিতীয়বার চেষ্টায় প্রথম কারণ করেছিলাম সাধন
অর্জন করেছিলাম তাই, যা বিপর্যস্ত করেছিল মন।
তাই আজও বিশ্বাস, দ্বিতীয় বারও হবো কৃতকার্য
নিষ্টুরতা তোমার স্বভাব, আমার আছে প্রীতি ধৈর্য্য।

পারতেই হবে আমায়, এক মরদের চ্যালেঞ্জ নাও
আমার চিত্ত তেমন নয় যেমন সস্তা অপবাদ দাও।
কোন একদিন হয়তো আমি মানুষ স্বীকৃতি পাবো
আসল ও অভিনয়ের তফাৎ সেদিন বুঝিয়ে দেব।

থাকো তুমি তোমার মত করে আমি থাকব দূরে!
কল্পনার তোমাকে নিয়ে আমি রব আমার মত করে।
মেয়ে তুমি অভিনয় বুঝো, বুঝনা আসল মন
তুমি যা অভিনয় ভাবো, সবই তা প্রেমের ধরণ।

~~~~~~~~~~~~~~~~
লেখা: ২০/০৬/২০২৩, ৯.১২ মিনিট রাত্র।
স্থান: ঢাকা এয়ারপোর্ট লাউঞ্জ।