বিবেক
*********
সহানুভূতিশীল মনের কেন্দ্রীয় অনুভূতি
স্নায়ুর ক্রিয়ায় বুদ্ধি ও মনের সমগতি।
যুক্তিযুক্ত অনুষঙ্গ ভাব প্রকাশের আবেগ
ধারণার ঊর্ধ্বে বিশ্বাসের নাম বিবেক।
চলমান সবল মনের জ্ঞানীয় প্রক্রিয়া
ব্যক্তিগত নৈতিক অন্ত মানবিক ক্রিয়া।
বিবেচনা ও মান পদ্ধতির উপর ভিত্তি
বিবেকের অনুচর অখন্ডিত অনিষ্ট যুক্তি।
বিবেকের আবেগ অপচিন্তার বিপরীত
অনৈতিক মূল্যবোধে দ্বন্দ্ব ঘটায় অধিক
সিক্ত থাকে মন বিবেকের শুভ তাড়নায়
ভাল মনের বিবেক কাঁদে অনুশোচনায়।
বিবেকের আপেক্ষিকতা মনের পরীক্ষা
মানুষ ও পারিপার্শ্বিকতার সূক্ষ্ণ সমীক্ষা
অনৈক্য বিবেচনা প্রকৃত বিবেকের বাহির
বিচারিক কার্যক্রমে বিবেক প্রতিপন্ন যুক্তির।
অন্যায় ও পাপ কাজে থাকবে বিচারবোধ
সহজ মানুষের দ্বারে মনুষ্যত্বই বিবেকবোধ।
দাংগা ফ্যাসাদ, হানাহানির জীবন্ত মরণ
বিবেক হীনতাই সমস্ত দুঃখের মূল কারণ।