বিবাহ
*******
বিবাহ- নর ও নারীর পারষ্পরিক বন্ধন
বৈধ চুক্তিতে সামাজিকতার সিক্ত নিয়ম।
দু'জনার মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপন
পারিবারিক রীতি-নীতির আস্থাভাজন।
বিবাহ বৈশ্বিক স্বীকৃত সার্বজনীন সংস্কৃতি
ধর্মীয় অনুশাষণ ও দেশীয় আইনে চুক্তি।
একসাথে পাশে থাকার স্বীকৃত বৈধতা
জৈবিক চাহিদার অনুমোদিত যৌনতা।
ভিন্ন ধর্মীয় জাতি গোষ্ঠীর ভিন্ন বিবাহ রীতি
মূল কারণ দূরিকরণ অবাধ মিলনের নীতি।
পক্ষাগাতে পাত্র-পাত্রী অপরিচিত যদি হয়
বিবাহ উত্তর মনের অমিলে জীবন হয় ক্ষয়।
চার প্রকার বিয়ের কথা ইসলাম ধর্মের বিধান
ফরজ, ওয়াজিব, সুন্নত ও নিষিদ্ধ তার নাম।
মনুসংহিতা অনুযায়ী আট প্রকার বিবাহের ধাঁচ
ব্রাহ্ম,দৈব,আর্য,পত্য,আসুর,গান্ধর্ব,রাক্ষস ও পৈশাচ।
বিবাহ শুধু সামাজিকতা প্রকৃত বন্ধন মনে
প্রাণে বন্ধন না হলে অর্থহীন বিবাহ বন্ধনে।
প্রেম-ভালবাসা চরিতার্থ হয় বিবাহ সংঘটনে
বিনা প্রেমে হলেও বিয়ে জড়িয়ে থাক বন্ধনে।