ভুলের সুর
***********
জীবনের পথে অজস্র ভুলে
ভেঙে গিয়েছে অনেক স্বপ্নের মুকুল।
ব্যর্থতা আমার প্রতিদিনের সঙ্গী
সেই সঙ্গেই জ্বলে ওঠে এক অশ্রুবিন্দু তৃণগর্ভ।

নতুন দিনেরর আশা নিয়ে পথ চলা
হে জীবন! কেন এত নিষ্ঠুর তুমি?
পরাজয়ের চিহ্নগুলো গভীর রক্তলাল
তবুও ফিরে ফিরে আসে সেই নিঃশব্দ কান্না।

গ্লানি ঢেলে দেয় তার হতাসার ছায়া,
আত্মাকে যেন কষ্টের অন্ধকারে হারাই।
এই বুঝি জীবনের এত রুক্ষতা?
কী চাই, কোথায় গিয়ে দাঁড়াই?

কান্নার সুরে গড়েছি নতুন গান
অশ্রু হলো সহচর।
হারানোর মাঝে আসবে জয়
সেই জয় যেন হারানো পথেরই অন্তিম ছায়া।

আবারও আশা জাগে জীবনের
ভুলের মধ্যে শিখে উঠি।
পরাজয়ের সঙ্গী হয়ে যুদ্ধা হয়েছি আমি
পথচলা থামবে না কোনদিন।

ভুল, ব্যর্থতার মাঝে আমি আবারও দাঁড়াই
এবার শিখেছি, পরাজয়ে কিছুই হারায় না।
নতুন সূর্য উঠবে সেদিন
যতদূরই যাক না জীবন, আমি ছাড়ব না।

।।।।।।।।।।।।