ভুল
******

দুই চারটি ভুল করা
মন্দ কিছু নয়,
কাজ ছেড়ে বসে থাকলে
ভুল কভূ নাহি হয়।

একের ভুলে অন্যের ক্ষতি
তাইতো রেগে যাই
সে ভুলটা নিজে করলে
তাতে দোষ নাই।

সব কাজই সঠিক হবে
এমন কথা নয়,
ভুল করাকে ভুল বুঝি
ভুলেরও যে ভুল হয়।

যে ভুলে নেইকো ক্ষতি
শুধু বোঝার ভুল
অন্যের ভুল ধরতে শুধু
হইয়ো না ব্যাকুল।

ভুলের মাঝেই শিক্ষা থাকে
যদি পাও খুঁজে,
যথাতথা ভুল না ধরে  
শুধরে থাকো নিজে।

মানুষ মাত্রই ভুল হবে
এটাই স্বাভাবিক,
ভুল হয়নি কথায় কাজে
নেই এমন পন্ডিত।

ভুল তোমার হয়না কভু
এটা সত্য নয়,
ভুল করে শিখেছে যেজন
হয়েছে তার জয়।

কিছু ভুল অনেক ভালো
অনেক ভুল মন্দ,
ভুলের মাঝে সঠিক খুজে
মিটিয়ে নাও সব দ্বন্দ্ব।