অনাকাঙ্খিত ঘটনা নিয়ন্ত্রণহীন
ঘটনার সব রটনা মানুষের অধীন
হতে পারে অপবাদ কিংবা কলঙ্কের স্তুপ
রটনা নিন্দনীয়, ভন্ড মানুষের ভয়াল রূপ।

অজস্র মিথ্যে বচনের ধারায়
মর্যাদা, সম্পর্ক সবই মাড়ায়।
মুখে বলে কম, দেখায় আড়াল ঈশারায়,
ঘটনা যা ঘটে, তার চেয়ে রটনা বাড়ায়।

দূরে থেকে তাকায় বাঁকা চোখে
কাছে এলে জরিয়ে ধরে বুকে।
যুক্তিতে প্যাঁচ মারে, মহার্ঘকে করে সস্তা  
ধরা যদি পড়ে কভু, সত্যবাদী ফেরেশতা।

ভাব দেখায় বিজ্ঞ, ধর্মে চমৎকার শিক্ষিত
মুখে রাম, রসূল, ভেতরটা কালো রক্ষিত।
যত ভালো কাজ, করে দেয় সব পন্ড
উপরে অনুগত, ভেতরটা আসলে ভন্ড।

মাথায় গোবর, কুটনীতিতে বেশ বুদ্ধিমান
পোশাকে ধর্ম ভীরু, অন্তরে যথার্থ বেইমান।
লোকালয়ে হাসিখুশি, আড়ালে বিষাক্ত মুখ
পরচর্চায় ব্যস্ত, চোখ টাটায় দেখে অন্যের সুখ।

চাটুকারিতায় পটু, ফন্দি-ফিকির সব জানা
উঁচু-নিচু যাই দেখে, কোন কিছুতেই নেই মানা।
ভালো কিছু দেখে যখন, বিবাদে করে সব খন্ড
একের কথা অন্যকে রটায়, আসলে তারা ভন্ড।