ভালবাসার রূপ
**********
ভালবাসা বুঝিয়ে দেয় সম্পর্কের বোধ
বিশ্লেষণে আছে তাই ভালবাসার রূপ।
ইতিবাচক ও নেতিবাচকের দ্বৈতনীতি
মানবিক আবেগকেন্দ্রিক এক অনুভূতি।
‘পারিবারিক ভালোবাসা’ সম্মিলিত মন
সবার তরে সবাই থাকে মিলিত বন্ধন।
‘বন্ধুত্বপূর্ণ ভালবাসা’য় নৈতিকতা চাই
জীবন মরণ সমস্যায় স্বার্থ কিছু নাই।
প্রতিবেশী, অতিথিকেও ভালবাসা হয়
সম্মান ও মূল্যায়ন ছাড়া অন্য কিছু নয়।
‘নিঃশর্ত ভালবাসা’ ঐশ্বরিক উৎপত্তি
প্রতিদান চায়না কিছু যদি তা হয় সত্যি।
ত্রিভুজ তত্ত্বে দেখা যায় ‘শুন্য ভালবাসা’
স্বাতন্ত্র্য চিন্তায় পরষ্পরের বিফল আশা।
‘পরিপূর্ণ ভালবাসা’য় সকল চাওয়া মিটে
মনের সাথে পরিপূর্ণ মিলে তবেই তা ঘটে।
নরম মনে ছাপ লেগে ‘দরদী ভালবাসা’ হয়
বিশেষ ক্ষেত্রে ‘ভালবাসা সৌজন্যমূলক’ হয়।
ভালবাসার অন্য রূপ ‘রোমান্টিক ভালবাসা’
আকর্ষণী টানে দ'জনের কাছাকাছি আসা।
গভীর ভালবাসা সদা অপ্রকাশিত রয়
যেমনি ভাবে গভীর নদী শব্দহীন বয়।
‘সম্মানের ভালবাসা’র আচরণ ভিন্ন
‘প্রকৃত ভালবাসা'র অনুভব অনন্য।