ভাল মানুষ
***********
যার হৃদয় গুণের জ্যোতি
চরিত্র তার দীপ্তিময় সত্যি।
মনটা হয় যত কুয়াশাভেজা
আচরণ ততই সাদা-সিধা।

কথায় থাকে যার সৌজন্যবোধ
চলনে থাকে তার বিনয় প্রবোধ।
যেমন খরা নদী গভীর শান্ত
তবুও নদী স্রোতহীন অফুরন্ত।

গোপন দুঃখে কষ্ট নিয়ে হাসে
ভালবাসা রাখে প্রতি প্রশ্বাসে।
সহানুভূতি ও কোমলতার রঙে
জীবন কাটায় অন্যের টানে।

সৌন্দর্য তাহার বাহ্যিক নয়
ভিতরের শোভন আকাশময়।
মানবতার ছোঁয়ায় তাহার মন
নিঃস্বার্থ, অকাতরে বিলায় ধন।

যতবার ভুবন হয়ে যায় নির্জন
তবুও সে ভাবে সবাই আপন।
ভাল মানুষ যেন নির্মল কবিতা
ছোট ছোট কথায় বৃহৎ লেখা।
।।।।।।।।।।।