ভাগ্য
******

নিয়ন্ত্রণ ছাড়া কোন কিছুর বিশ্বাস
আবেগের রহস্যময় কল্পিত আশ্বাস
দার্শনিক ও ধর্মীয় স্বীকৃত আচরণ
ভাগ্য দ্বারা পরিচালিত সকল জীবন।

ইচ্ছা বা আকাঙ্খার অনিশ্চিত ভাবনা
প্রত্যাশা সম্পর্কিত থাকে শুধু সম্ভাবনা
ভিন্ন মাত্রার ব্যাখ্যায় অযাচিত মন
ভাগ্য নাকি বদলায় হলে সদাচারণ।

ফলাফলের বিষয়ে থাকে দুটি ধারণা
‘হতে পারে’ বা ‘না’ হবার আলোচনা
ভাল হলে ভাগ্য সুপ্রসন্ন সৌভাগ্যের
না হলে রটে যায় অভাগা দুর্ভাগ্যের।

ভাগ্য ভাল মন্দ হতে পারে উভয় দিক
যা ঘটার ঘটে যাবে ঠিক সময় মাফিক
প্রণয়ন, পরিস্থিতি ও অজ্ঞাতকর প্রকার
ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত জীবন ও জীবিকার।