ভেদাভেদ
*****
গৃহস্থ চাচা ডেকে জিগায় “নূরু কোথায়”?
কাজের ছেলে নূরু’র জবাব “গরু ঘাস খায়”।
কষে চড় লাগে গালে- আমার সাথে মজা!
এতো সাহস তোর? পাবি আজ যোগ্য সাজা।
“নূরু থেকে গরু” শব্দ শ্রবণে ছিল একটু ভুল
অর্ধেক মজুরি কাটা গেল, এটাই তার মাশুল।
গাছে উঠে নূরু মিয়া, পাকা কাঠাল নামায়
নীচে দাড়িয়ে গৃহস্থ, ধরবে কাঠাল খাঁচায়
হেচকা টানে হঠাৎ করে, বোটা ছিড়ে যায়
কাঠাল যে পড়বে কোথায় বুঝা বড় দায়।
সতর্কতায় নূরু মিয়া ‘চাচা সরেন’ বলে হাকে
গৃহস্থ ভাবে খাঁচা পেতে, দাঁড়াতে হবে নীচে।
খাঁচা সরাতে যায় গৃহস্থ, কাঠাল পড়ে মাথায়
কিছু বুঝার আগেই সে মাটিতে পড়ে লুটায়।
ক্ষিপ্ত হয়ে বলে- কেন বললি “খাচা সরাতে”?
আমি বলেছি “চাচা সরেন” মানে সরে দাঁড়াতে।
শুনায় আপনার ভূল ছিল আমার কি দোষ?
গৃহস্থ তা মানতে নারাজ খুলবে নাকি মুখোশ।
তিন দিনের মজুরি কাটা, এমন জঘন্য অপরাধে
ভুল শুধু নিচুদেরই হয়, উচু নিচুর ভেদাভেদে।
যথার্থ প্রবাদ "নাচতে না জানলে উঠোন বাঁকা"
উচু-নিচুর মাঝে যত ভুল, নিচুরাই পায় সাজা।
ভুল তো ভুল ই হয়, সকলের জন্যই সমান
সমধারা সবার জন্য, নীতিতে যেমন বহমান।
ভিন্ন কোন নীতি আছে কি কথিত উচু মানবের?
তা না হলে একের ভুলে দন্ড কেন নীচুদের?