ভাবন
।।।।।।।।।।।।।।

দুঃখ যখন আমার সর্বোত্তম
সুখের আনন্দে বিষ প্রয়োগ
মন্দটাই আমার জনম মুখ্যম
ভাল কিছু গুজবে বিয়োগ।

দেখিনি তারে তার মত করে
ভালবেসেছি আমার মতন
বাধিনি তারে তার মত করে
কাল হয়েছে অধিক যতন।

নকল প্রাপ্তি আমার প্রাপ্য
আসলে ধরেছে ঘোণ
অসুখটাই এখন সুখের তৃপ্তি
শান্তিতে লেগেছে আগুন।

রেখেছি তারে অতি আদরে
কাটার ভয়ে বাড়াইনি ফুল
অতি সমাদরে কষ্টের ভারে
হাসিগুলো কান্নায় ব্যকুল।

সুখগুলো আসে কষ্ট হয়ে
যখন পাই তার মুখের ভাষা
সকল ত্যাগ বিফলে ধেয়ে
আজ নিরাশাগুলোই আশা।

কতগুলো বছর গেল এমন
ব্যতিক্রম হলো না হুংকার
চলেই যাচ্ছে যেমন-তেমন
এটাই নর-নারীর সংসার।
।।।।।।।।।