ব্যতিক্রম
*********
নষ্ট মনে কষ্ট নাই ভূলতে পারে সব
যত বেশি নিরর্থক তত বেশি বকবক।
অসম্মান মুছে দিয়ে যে হয় সঙ্গী
সম্মানের আড়ালে সশ্রদ্ধ ভঙ্গি।
অনেক নিন্দার মাঝে অল্প ভালবাসা
বিনাশ করে ক্লেশ পূর্ণ করে আশা।
একক মাত্রা যদি ষোল আনায় থাকে
আট আনা রেখে বাকীটা দাও তাকে।
ভেবোনা শুধু সর্বাগ্রে আপনার কথা
জ্ঞানে রেখো অল্প হলেও অন্যের ব্যথা।
ব্যস্ততা দেখিয়ে করোনা অযথা হেলা
আবশ্যক প্রয়োজনে ফুরাবে বেলা।
করোনা হাঁসফাঁস অন্যের কথায়
অনেক কষ্ট থাকে নিরাশার ব্যাথায়।
ভাঙা মনের রক্তক্ষরণে বিষাদের ছাপ
স্বামী ত্যাগী বধুর জীবন নয় অভিশাপ।
কুজন হয় সুজন পেলে আশার আলো
দ্বিধা হয় সাহস যদি সঙ্কল্প হয় ভালো।
কষ্ট বলে কিছু নেই; সেতো আত্মার দ্বন্দ্ব
যা কিছু মনের ব্যতিক্রম তাই ভাবি মন্দ।