ব্যতিক্রম
*********
বাইরে ভালো ঘরে মন্দ
চরম এক মানসিক দ্বন্ধ।
চলছে সদা উলটো পথে
স্বভাবটা তার খুব বাজে।
কথা যখন পরের সাথে
কন্ঠস্বরে যেন মধু আসে।
কথার প্রসঙ্গ ঘরে যখন
কাকের মতো কণ্ঠ তখন।
অন্যের সাথে যখন হাসে
মুখে যেন ঝিলিক থাকে।
হাসির ব্যাপার ঘরে হলে
মুখটা হয় যেন পিত্ত থলে।
অন্যের ভূলে শান্তিময়ী মন
তখন নেই বিব্রত পরিবর্তন।
অগোচরে ভূল ঘরে পেলে
বড় করে তিল থেকে তালে ।
অন্যের কথায় বেশ প্রাধান্য
শুনতে পেয়ে হয় যেন ধন্য।
আমার কথা শোনলে পরে
কলিজায় যেন আগুন ধরে।
।।।।।।।।।