ব্যাথা পেলে সহজেই
চোখে জল আসে,
কিন্তু কতটুকু কষ্টে
চোখের পাতা ভিজে?
তা যদি হয় কোন পুরুষের চোখ
সে তো পাথর ফেটে রক্ত ঝরা সমেত।
ব্যথা'র পরিমাপ করা যায়
য্ন্ত্রটার নাম ডলরিমিটার,
মাত্রাটা নির্ণয় করে
প্রতিকার করা যায় সহজেই।
সেরে যায় ব্যথা, বিলীন হয় ক্ষত।
কষ্ট মাপার যন্ত্র আছে কি?
নাকি চোখের জলই এর মাপকাঠি?
একফোটা চোখের জল
কতটুকু কষ্টের একক?
কষ্ট, শুধুই কষ্ট। না বলার কষ্ট,
অবহেলা, অপমানের কষ্ট
অবজ্ঞা, তিরস্কারের কষ্ট,
অনেক কষ্টের সমষ্টি
এক ফোটা চোখের জল।
ব্যাথার অনেক রং আছে
লাল, কালো, নীলাভ, আরও কিছু
স্পষ্ট বুঝা যায়, দেখা যায়।
নামও আছে ভিন্ন রকম
পেটব্যথা, মাথাব্যথা
শরীর, নাক, কান, গলা ব্যথা,
আরও অনেক নাম, অনেক রং।
শুধু কষ্টের কোন রং নেই
নেই কোন নাম, পরিচয়হীন।
ব্যথা নিরাময়ের ডাক্তার অনেক
কষ্ট সারানোর কি উপায়?