বেমানান
*********
এমন কেন মানুষের চরিত্র
সহজেই নিন্দা বিরোধে মত্ত
নিজ স্বার্থ বুঝে ষোল অনা
অন্য সব যেন ছাগল ছানা।
নিজের দোষ আড়ালে রেখে
অন্যের মাথায় চাপিয়ে বাঁচে
নিজের ভালোটা পেয়ে গেলে
অন্যের প্রাপ্যটা শিকেয় তুলে।
বদনামের ঘরে ঘুমিয়ে থেকে
সুনামের লোভে জাবর কাটে
পাওনাটুকু যদি অপছন্দ হয়
সকল সম্পর্ক অনায়াসে ক্ষয়।
মানুষ কি আর মানুষ আছে
কুকুরের মতো পিছনে থাকে
উপকারের জবাব অপকারে
ধারের ঋণ বাড়ায় চক্রাহারে।
পবনে ভূবন পবিত্র আশ্রালয়
কলহে জড়িয়ে খুজে নিরাময়
দাবীতে বুদ্ধিমান কর্মে খাটাশ
ভন্ড হয়েও পেতে চায় সাবাস।
বেমানান লাগে মানুষের স্বভাব
নামের সাথে গুণের খুব অভাব
লজ্জার সাথে বেশ সংশয় হয়
যদি মানুষ নামটি আর না রয়!
।।।।।