বায়বীয়
*****

মনের নিবিষ্টতা ভালো লাগে মনের ভাবে
আবেগের প্রকাশ যখন বায়বীয় থাকে
অন্তর বাহিরে চলে দ্বৈতনীতির চতুরতা
অনুনয়ের নিবেদন তখন অযোগ্য মনে হয়

অনাদর, অযত্ন, অবজ্ঞা সবই মনের বিন্যাস
অনেকে চায় সাম্যতা, শান্তি আর ভালবাসা
অনেকে নিজস্ব ভাবনায় হয় আত্নকেন্দ্রীক
কেও আবার নিজের কথা নিজেই বুঝতে পারেনা
এমনকি পাশে থাকা মানুষটির কথাও বুঝেনা
দিন, মাস বছরের পালাক্রমে বদলে যায় সব কথা
তবুও বদলায়না কিছু মানুষের ভাবনা ও স্বপ্ন।

ভাল থাকার চাহিদায় অনেকে খুজে ব্যবধান
দূরত্বটা নিজেই গড়ে, নীজের মত, নিজ হাতে
অন্যের যোগ্যতা ব্যর্থ করে তার অযোগ্যতায়  
কুজনের তাড়নায় বুঝতে পারেনা জীবনের মর্মার্থ
দুর্বোধ্যের পরিহাস উন্মোচন হয় কোন এক সময়
তবে ততোক্ষণে দুরত্বটা বেড়ে যায় অনেক
কমাতে চাইলেও কমেনা, বাড়তেই থাকে দূরত্ব
কারণ মন থেকে মনের দুরত্ব স্কেলে মাপা যায়না
যেমন ভালবাসার ওজন মাপা যায়না বাটখারায়।

কোন এক সময় জীবনে সবকিছু রংহীন মনে হয়
তখন মন আর আগের মত ভাবতে চায়না
কিছু মানুষের মনে আজীবন কাল রঙের ছাপ থাকে
কুজনের তাড়নায় সুজন তাড়িত হয় সে রঙে
কালো থেকে সাদা, সাদা থেকে কালো'র খেলায়
রঙের ছায়া পথে হারিয়ে ফেলে আসল রঙ।
ছায়াপথের সাত রঙের মাঝে নীজের রঙ হয় বায়বীয়।

-----------------------
লেখা: ২৫/০৮/২০২৪ ইং