বাস্তবতা
**********

প্রকৃতির নিয়মটা খুব ব্যাতিক্রম
কাওকে খুব বেশি করে চাইলে,
অনুভবে অনেক করে ভালবাসলে
সে কখনো আপন হয় না।
এটাই বোধয় প্রকৃতির নিয়ম
বেশি চাওয়ার দম ফাটা নি:শ্বাসে
ফিকে করে দেয় ভালবাসার রং
‘তোমাকেই চাই’- কথাটা বড্ড স্বার্থপর।

যার সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে ইচ্ছা করে
সে কখনো কাছে থাকে না।
অজুহাতে, নানা ঢঙের ছলা কলায়
কোন না কোন ভাবে সে দূরে থাকে।
যাকে ঘিরে আপনি বাঁচতে চান
সেই একসময় মরণের ফাদ হয়ে দাঁড়ায়
যেমনটা সাপুড়ে মরে সাপের বিষে
কিংবা কোন পাগল প্রেমিক প্রেমের বিষে।

জীবনে অনেকেই আপনার আপন হবে
ভালবাসবে,  হাসবে, তাকাবে মুগ্ধ নয়নে
শুধু সে নয়; যাকে অনেক প্রত্যাশা করেন
যার পাশে থেকে ফেলতে চান শেষ নি:শ্বাস  
যাকে এক মুহূর্ত না দেখলে অস্থির হয়ে যান
যার একটু কষ্টে বিশাল বুকটা চৌচির হয়ে যায়
শুধু তাকে পাবেন না আপনার কাছে
এটাই স্থির ভালোবাসার প্রতি প্রকৃতির শোধ।
  
যাকে ভেবে সারারাত চোখ ভিজে জলে
মনে পড়েনা অন্য নাম যার নামটি ছাড়া
সে মানুষটা কখনোই আপন হয়না
অনুভূতিটা বিব্রতিকর!
এটাই সত্য ভালবাসার প্রাকৃতিক খেলা
মেনে নেয়া যায়না, তবু মানতে হয়,
হারাতে মন চায়না, তবু হারাতে হয়
যাকে খোজে পায়না, মন তাকেই খুজে যায়।
।।।।।।।।