বাংলার মানুষ
***************
বাংলার মানুষ, হৃদয়ে যাদের অগ্নি
আনন্দ-বেদনায় চিরকালীন রাগিনী।
নদী-নালার গান তাদের মনে বাজে
স্বপ্নে নিয়ে বাঁচে হাজার কষ্টের মাঝে।
ধুলো পথে হেঁটে যায়, কাঁধে মুঠো স্বপ্ন
শ্রমের ফসল উঠলে ঘরে ভাবে তা রত্ন।
মাঠে মাটির আদরে, ঘরে মায়ের কোল
বউয়ের মুখের হাসিকে ভাবে বেলি ফুল
রাতের আঁধারে তারা অন্ধকারে হারায়
ফজর নামাজ পরে সূর্যের অপেক্ষায়।
পড়ন্ত বিকেলে হেঁটে গ্রাম্য হাটের পথে
এক হাতে দুধের জগ, ব্যাগ অন্য হাতে।
গোলাপের মত শোভিত বুকে উদারতা
তাদের মুখে ফুটে হাসি সদাই হলে সস্তা।
মামা, ফুফা, ভায়রা ভাই যখন একসাথে
দুই টাকার চা'য়ে চুমুক টং দোকানে বসে।
বাংলার মানুষ, বাংলার নদী, বাংলার পথ
মুখোমুখি সব একসাথে আসে যদি বিপদ
অশান্তি, দুঃখ, বিদ্রোহ, সংগ্রাম একসাথে
বৃদ্ধ, বালক ঝাপিয়ে পড়ে একক বিশ্বাসে।
।।।।।।।।।।।।