বাংলাদেশ- জন্ম ও চরিত্র
****************

বাংলাদেশের ইতিহাসে চার সহস্রাব্দের পরিধি
ক্যালকোলিথিক যুগ থেকে চলছে আজ অবধি।
ত্রয়োদশ শতাব্দীতে বখতিয়ার খিজলির আগমন
হিন্দু বৌদ্ধ সাম্রাজ্যসমূহের মধ্যকার দ্বন্দ্ব নিরসন।

১২০৪ খ্রীস্টাব্দে নদীয়া ও বাংলার অনেকাংশ পদ
দখলের পর রাজত্বে ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ।
চতুর্দশ শতাব্দীতে এর নাম ‘শাহী বাংলা’ কথিত
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ কর্তৃক শাসিত।

অর্থনৈতিক সমৃদ্ধি ও সামরিক আধিপত্যের সাম্রাজ্য
সম্পদশীল বলে ইউরোপীয়রা করতে আসে বাণিজ্য।
মুঘল সাম্রাজ্যের অধীনে আসে সোনা ফলা এ দেশ
সবচেয়ে ধনী পরিগণিত হয় এ ‘বাংলা সুবাহ’ প্রদেশ।

মুঘল সাম্রাজ্যের অর্ধেক জিডিপি বাংলায় উৎপাদন
বিশ্ব জিডিপির ১২% বলে শুরু হয় ব্যপক শিল্পায়ণ।
মুঘল সাম্রাজ্যের পতন ঘটে অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে
বাংলা যায় নবাবের অধীনে আধা স্বায়ত্তশাসিত স্তম্ভে।

শাসনভার বাংলার নবাব সিরাজউদ্দলার হাতে ন্যস্ত
পলাশী চক্রান্তে ১৭৫৭ সালে নবাবী শাসন হয় অস্ত।
যুদ্ধ বিজয়ে দখন নেয় ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী’
শিল্প বিপ্লবে বধ হলে ‘বেঙ্গল প্রেসিডেন্সি’ নামকরণী।

ব্রিটিশ রাজের দুঃশাসনে ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল
জুলুম, হত্যা ও বঞ্চনার শাসনে দু’শ বছর বানচাল।
১৮৫৮’তে শাসনে আসে ব্রিটিশ রাজ রাণী ভিক্টোরিয়া
'ভারতের সম্রাজ্ঞী' বলে কথিত 'এমপ্রেস অফ ইন্ডিয়া'।

দ্বিজাতি তত্ত্বে ভারতীয় উপমহাদেশ ১৯৪৭’এ বিভক্ত
ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাক অধিরাজ্য।
নাম হয় ‘ভারতীয় প্রজাতন্ত্র’ ও ‘প্রজাতন্ত্রী পাকিস্তান’
পূর্ব বাংলা ও পাকিস্তান মিলে পূর্ণ পাকিস্তানের স্থান।

বাংলা ভাষা পূর্ব পাকিস্তানের উর্দু হলো পশ্চিমের
পশ্চিম পাকিস্তান ধার্য করে উর্দুই হবে সর্বজনের
পূর্ব বাংলা মানতে নারাজ ছাড়বেনা বাংলা ভাষা
১৯৪৮ থেকে রক্তের প্রবাহে ১৯৫২’তে মিটে আশা।

পশ্চিম পাকিস্তানের শোষণে পূর্ব পাকিস্থান শোষিত
১৯৬৬ এর ছয় দফা দাবীতে পূর্ব পাকিস্থান ক্ষিপ্ত।
সরকার বিরোধী গণঅভ্যুত্থান ১৯৬৯ সালের ক্লেশ
১৯৭১’এর সংগ্রামী যুদ্ধে স্বাধীন মুক্ত ‘বাংলাদেশ’।

স্বাধীন দেশের ক্ষমতা বিড়ম্বনায় দেশ থাকে অশান্ত
স্বৈরাচার হটায় ১৯৯০ সালে ফিরিয়ে আনে গণতন্ত্র।
নির্বাচন সংকটে ১-১১ ইতিহাসের সাক্ষী ২০০৭ সাল
সেনা বাহিনীর হস্তক্ষেপে নির্বাচনী ধারা হয় পূণ:বহাল।

২০২৪শে বৈষম্যবিরোধী মত গণ আন্দোলনের রূপে
নির্বিচারে গণহত্যায় সরকার পালায় জনতার তোপে।
অবাক উল্লাসে মুক্ত ছিনতাই গণভবনের মালামাল
প্রিয় বাংলাদেশ বড্ড অসহায়, ক্ষণে ক্ষণে বেসামাল।

তথ্য: ইতিহাস
লেখা: ১৭/০৯/২০২৪