মানুষ তুমি তবে
মানবতা যদি থাকে,
আড়াল দিনের কষ্ট যদি
অজান্তে জাগে বারংবার  
মনে জাগে নষ্ট করা জগৎ সংসার;
বুঝে নিও মহাসঙ্কটে মহাপ্রাব্ণ।
রোদেলা দুপুরের তপ্ত আলোয়
ঝাপটা লেগে থুবড়ে পড়ার আভাস।

লোভ যদি জাগে মনে
অসাধু হও স্পর্শ পাপে
কুবাসনার বিক্ষিপ্ত লালা
ছড়িয়ে পড়ে আপাদমস্তক।
খন্ডিত চিত্তে ভোগের বাসনা
ন্যাকরের থাবার রক্ত জমাট
দেহের উপর, নীচ, মধ্যখান।
কেমনে পুষিবে মানবতা  
ভেবেছ কি বসে নিরবে, নিবৃতে?
বিলুপ্তির পথে তবে তোমার মান।

আত্বাই যদি নষ্ট হলো
দেহ দিয়ে আর কি হবে?
ভ্রষ্ট তোমার মানবতা
জীবনকেই খেয়েছ যবে।
নষ্ট তুমি, নষ্ট করেছ আমায়
অতীত তোমায় ঘিরে রেখেছে
মনে বসবাস এক পাপিষ্ট শয়তান।

জেগে যদি ঘুমিয়ে থাক
না শোন আত্ববাণী,
কে ভাঙ্গাবে ঘুম তোমার
ছিটিয়ে মুখে পানি?
আযান যবে বাজে কানে
দগ্ধ হয় না যার মন,
কথায় কথায় ধর্মের বাণী
অন্তর তোমার বড্ড বেইমান।