মরণ কামনা করছি আমার,
আন্তরিকতার সাথেই কামনা করছি।  
কোন অপমান বা অপ্রাপ্তির কষ্টে নয়,
নয় কোন হারানোর ব্যথায়।  
হঠাৎ করেই মনে হলো-  
আমি যেন এক অথর্ব প্রাণী;
পৃথিবীর ওজনটা ভারী করেছি
কিছুটা বেশি বিরক্তিকর ভাবে।  

কতটা অপমান বোধ করি
তাও জানা নেই আমার,
অনুমানের শক্তিটাও হারিয়ে গেছে
আমার অজ্ঞতাও আজ বড্ড অজ্ঞ।
তোমার অযাচিত কথার মারপ্যাঁচে
আমি যখন নিরুপায়-
ঠিক তখনি জেগে উঠে  
মাথায় ঘুমিয়ে থাকা কীটগুলো
আঁচড়ে রক্তাক্ত করে আমার মনটাকে।

বেঁচে থেকে লাভ নেই আমার
শুধু উৎপাত আর বিরক্তিকর,
অনেকটা ঝঞ্ঝাট, শুকনো পাতার মতো
পানি ছাড়া নদী যেমন চরনভূমি
ভালবাসাহীন হৃদয় তেমন মরু অঞ্চল।
যা ছিল নিজের কাছে
হারিয়েছি সবই তোমার চতুরতায়।

আপত্তি ছিলনা, আপসোসও নেই
তবুও বাঁচতে চেয়েছি তোমায় ঘিরে।
কিন্তু হলোনা-
আমায় বাঁচতে দিলে না তুমি।
মরণ কামনা করছি আমার
আন্তরিকতার সাথেই কামনা করছি।