অভিব্যক্তি
***********

মানুষের মনোভাব মনস্তাত্ত্বিক গঠন
অন্তর্নিহিত সত্তায় মানবিক আবেদন।
জটিল অভিজ্ঞতায় অর্জিত মাধ্যম
নির্ধারিত ধারণায় অবস্থা নিরূপণ।

ব্যক্তি, স্থান অথবা ঘটনার সম্প্রসারণ
সদা নিরন্তর প্রতিক্রিয়াশীল আচরণ।
অভিব্যক্তিতে অনুভূতির পরিবর্তিতভাব
এটাই হলো মানুষের চিরাচরিত স্বভাব।

চিন্তাভাবনা ও কর্তব্য করণের ধারণা
সফলতা ও ব্যর্থতার ফলাফল অজানা।
দৃঢ় প্রত্যয়ে রচিত মনে ধ্বনিত প্রত্যাশা
সমসাময়িক যোজনে অভিব্যক্তির আশা।

ইতিবাচক ও নেতিবাচক উভয় মূল্যায়ন
সমসাময়িক দৃষ্টিভঙ্গির যথার্থ অনুমোদন।
হতে পারে দ্বন্দ্ব অথবা দ্বিধাহীন মনোভাব
মনস্তাত্ত্বিক প্রবণতায় জটিলতার স্বভাব।

দৃষ্টিভঙ্গির ভিন্নতা হয় চেতনা ও অবচেতনার
বহির্মুখী ও অন্তর্দৃষ্টি’তে তফাৎ হয় ভাবনার
এক নয় যুক্তিবাদী ও অযৌক্তিক মনোভাব
চিন্তাভাবনা ও অনুভূতি’র কার্যতঃ অভাব।