অস্থিরতা
***********
অস্থিরতা আসে অসম বেগে
অন্তর ভাসে, মন চলে যায় দূরে
দৃষ্টি পড়ে না দেখা সীমানা
ভয় রয়ে যায় সময়ের অতলে।
শব্দ হারায়, ধোঁয়া হয়ে মিশে
চেষ্টায় ব্রত আগত জীবনের আশায়
স্বপ্ন বুননে অনাকাঙ্ক্ষিত অদৃশ্য পথে
ভুল পথে হাঁটে মন নিঃশব্দে।
অস্থিরতা- এক পরিপক্ক অতৃপ্ত দিক
ভুলোক মন ভুলে যায় পথের বাকে
স্বপ্ন হারিয়ে প্রান্ত সময়ে গড়ায়
সান্ত্বনা রেখে যায় স্বপ্নে দেখার আশায় ।
অস্থিরতা- তপ্ত যন্ত্রণার এক নদী
চলতে চলতে স্ফোটক পড়ে বোধে
চাহিদার চাহুনিতে না পারার ক্লান্তি
মনে পায় না শান্তির কোনো আশ্রয়।
সময় থামে, ক্ষণস্থায়ী সুখের কষ্ট বেশি
অস্থিরতায় ভরে যায় ধীর অন্তর
হারানো পথ খোঁজা দুর্দান্ত দুস্কর
ভাঙা দুঃখে মিশে গিয়ে অভ্যস্ত।
।।।।।।।।।।।।।।।