অসম
*******

আমি কোন কারিগর নই;
কিছু গড়ার ক্ষমতা নেই আমার
আমি শুধু পারি যত্ন করে রাখতে
আগলে রাখতে পারি বুকের পাজরে
প্রেমে মাতি সর্বস্ব ত্যাগ বিলিয়ে
কবর হয়ে বাঁচতে পারি খাঁটি ভালোবাসায়
ক্লান্তির অবসন্নতায় হাত রাখতে পারি মাথায়
চোখের অশ্রুটুকু মুছে দিতে পারি যদি ঝরে।

আমার নেই কোন কিশোর, যুবক, বৃদ্ধের অধ্যায়
নেই কোন নম্রতা-হিংস্রতার প্রকার
ভদ্র-অভদ্রতার আচরণ নেই
নেই কোন ধৈর্য-অধৈর্যের পরিসীমা
আচরণে ঘাত প্রতিঘাতের বিচরণ নেই।

আমি ঝঞ্ঝাট  হয়ে মুক্ত করি অসমতা
আমি বিকৃত পথে আসল পথের পথিক
আমি কষ্ট হয়ে পিষ্ট করি সকল ঔদ্ধত্য।
আমি অদৃশ্য, আমি অচেনা, আমি ছায়া
নিরাকার বিচরণ করি প্রতিকারের আকারে
আমার আমিকে চিনি সবার মতন করে।

আমি কলঙ্ক, আমি উৎপাতের স্থিরচর
আমি বিনাশ করি সকল অস্থিরতা ঝড়
ধর্মান্ধ হয়ে নিপাত করি অসম বিশ্বাসের বর
ব্যর্থ হয়ে সফলতা দেখাই নিজেকে করে পর।
অক্ষমতা, প্রতিশোধ, পুনর্বাসন ও প্রতিরোধ
দূর করি খারাপ গুণ, ন্যায় কাজের নিন্দাবোধ।