আপেক্ষিক
************
লজ্জা নিয়ে সজ্জায় যাওয়া
জীবনের দারিদ্র্যতা নয়
বরং সত্যকে অস্বীকার করা।
দুর্গন্ধ পেয়ে নাক ছিকটানো
হতে পারে শুচিবাই গ্রস্ততা
তবে দুর্গন্ধ বিলীন হওয়ার নয়।
নিয়মের মাঝে ব্যতিক্রম ঘটা
দায়িত্বহীনতার পরিচয় নয়
নিয়মের মাঝেই অনিয়ম থাকে।
ক্ষণ, মূহুর্ত সব কিছু সময়ের ধারক
তাই বলে জীবন থেকে বিচ্ছিন্ন নয়
প্রতিটি পলক জীবনের ক্ষণ
জীবন সময়ের কাছে আবব্ধ।
ভাল মন্দের বিচার বেশ অপেক্ষিক
সময়, সুযোগ, ব্যক্তি বিশেষের রূপান্তর
একের ভাল অন্যের মন্দ
এক জনের আনন্দ অন্যের নিরানন্দ
সুখের মহিমায় কেও অন্ধ
দুঃখে ডুবন্ত কেও তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণ
আপেক্ষিকতার ধারক মানব প্রাণ।