অপেক্ষা
*****************

আজ কাল বেশ উদাস থাকছো তুমি
সবসময় মনটা খারাপ থাকছে তোমার।
আমার কিছু বলার ছিল তোমায়
অস্থিরিতা দেখে বলতে সাহস পাইনা  
একটু কি সময় হবে দুটো কথা শুনার?

সত্যি কি জানো? সে খুব ভাগ্যবান
যার জন্য আমাকে ব্যবধানে রেখেছ
যে তোমাকে না চাইতেই পেয়ে যায়
হাজারবার চেয়েও আমি তা পাই না

তোমার শত গল্প, রাগ-অভিমান
তোমার ভালোলাগা, মন্দলাগা
সবকিছুতেই আমি বেশ পরিচিত
নতুন করে জানার কিছু নেই আমার
নিরবে রাতের কান্না আমার সহচর।

তোমার যতটা অবহেলা, অবজ্ঞা
ততো বিস্তৃত আমার ভালোবাসা
অনেক ভালোবাসি তোমায়, খুব বেশি।
তোমার প্রতিটি ক্ষুদ্র ভালোলাগা
আমার কাছে এক সমুদ্র সুখ।
তোমার প্রতিটি কষ্ট-
আমার কাছে আগ্নেয়গিরি
তোমার হাসি আমার মনের প্রফুল্লতা
তোমার অশ্রু আমার হৃদয়ে রক্তক্ষরণ
আমার সমস্ত অনুভবে তুমি, শুধুই তুমি।

তোমার দেয়া অপবাদ আমাকে কাঁদায় না
আমি কাঁদি তোমাকে দেখতে না পেয়ে
আমি কাঁদি যখন তোমায় শুনতে না পাই।
ভালো থেকো তুমি তোমার ভালো লাগায়
খারাপ দিনে যদি তোমার মন ব্যাকুল হয়
চলে এসো আমার কাছে, আমি তখনও তোমার
থাকবো আজীবন তোমার অপেক্ষায়।