অনুচর
*******
তোমার সর্বকান্ডে আমার ভালবাসা
তোমার ভাবনা, তোমার আকুলতা
তোমার উদ্বেগ, তোমার উৎকন্ঠা
সব যেন আমার, যেমনটি তোমার।
তোমার প্রতিটি চরিত্রে আমার প্রেম
সময় বিশেষে তোমার অসত্য বিলাপ
উৎপীড়নে আমাকে ভালবাসা শেখায়।
তোমার দুর্ভাবনা আমাকে চূর্ণিত করে
অনুরাগে যত্ন করি তোমার ব্যাকুলতা
যতবার দেখি তোমার উদ্বিগ্ন স্বভাব
প্রতিবার একটু একটু বেশি অনুভব করি।
তোমার শঙ্কিত মন, তোমার অসধাচারণ
প্রতারণার ছলে তোমার বিশ্বাসের মূহুর্ত
আমাকে টেনে নিয়ে আসে আরও কাছে।
তোমার ষড়যন্ত্র, লুকায়িত ফন্দি-ফিকির
তোমার কূটকৗেশল, অভিনব অভিপ্রায়
আমাকে ঘায়েল করার নোংরামো ষড়যন্ত্র
সাধরে আমায় ভালবাসা শেখায় তোমাকে।
আমাকে কষ্ট দেয়ার দক্ষ নিপুণতা
বিপর্যস্ত শঠতায় তুমি অবিরত অস্থির
কামনা বিপ্রতীপ হলেও তা আমাকেই ঘিরে
ভাল না বাসলেও মনের ঘুরপাকে বিদ্যমান।
তোমার কুটিলতায় আমার ভালবাসা বাড়ে
গোলমেলে দুর্বোধ্য বোধগম্যতার অন্তরালে
আমার নিস্তব্দতাই আমার ভালবাসা।
তোমার সমগ্র জীবনের সমূদয় আচরণে
জেনে রাখ, আমার আগমন বাঞ্ছিত
অগ্নির নিলাভ শিখায় দগ্ধ কয়লা আমি
পুড়তে দেবনা তোমায়, কয়লা পূণ:দগ্ধ হয়।