অন্তরাত্মা
**********

জীবনটাতে আর প্রাণ নেই
তেজশূন্য নিস্তেজ হয়ে গেছে
যেদিন বিজিত হয়েছি তার কাছে
হারিয়েছি নিজের আপনত্বকে।  
এই জীবনে আর যতদিন বাঁচবো
প্রাণশূন্য প্রকটলীলা হয়েই বাঁচবো
অর্ধ নিঃশ্বাসের নেই কোন বিশ্বাস
মনটা চূর্ণ হলে দমটা আটকে যায়।  

আমি আর আমার কাছে নেই
অনেক ভাবনায় অন্তরাত্মার মনোনয়নে
নিজেকে হারিয়ে ফেলেছি সেদিন
যেদিন বলেছিলাম ‘তাকে ভালোবাসি’।
আজ হেরে গেছি আমার নিজের কাছে
নিজের বিশ্বাস, অভূতপূর্ব আস্থার কাছে
বেইমান ছিল আমার অন্তরাত্মা
মিথ্যা সাক্ষিতে প্রমাণ করেছে- ‘সে আমার’।

আমার মাঝে অবশেষ আর কিছু নেই
যা ছিল মনে- উজাড় করেছি তার তরে
স্বত্ত্ব ত্যাগ করে দিয়েছি তাকে
শূন্য করেছি আমার আমিকে।
ভালোবাসায় কোনো কিন্তু থাকে না
ঘৃণা হয় এক মনে ভিন্ন মনের কামড় খেতে
আবারও অন্তরাত্মা শপথ-
ভালো যদি বাসতেই হয়- তাকেই বেসে যাব।

।।।।।।।।।