অনুমতি
*****************
আমি আজ অনেক দূরে
মেনে নিয়েছি তোমার চাওয়া,
আড়াল হয়েছি তোমার দৃষ্টি থেকে
যেন ভালো থাক, এটাই আমার চাওয়া।
…………তুমি ভাল আছতো?
দূরত্বটা বলতে ইচ্ছে করেনা
……আনন্দে হবে ঘরত্যাগি,
ক্ষতিটা আবার আমারই হবে
নালিশের পর শালিশ বসে যদি।
ভয় করোনা -
দৃষ্টি সীমার অনেক দূরে আমি
ছয় কিংবা ছয় হাজার মাইল
যেমন খুশি তেমন ভাব তুমি।
দৃষ্টিতে তুমি দেখছো আকাশ
তবে দেখতে পাবেনা আমায়
এটা ভেবোনা আমার দু’নয়ন
……না দেখে আছে তোমায়!
পারিনি শুধু মনটা সরাতে
মনটা আমার বড় বেহায়া
তুমি না চাইলে হবেনা দেখা
বেচে রব নিয়ে তোমার ছায়া।
থাকব এভাবে আছি যেমন একা
তুমি ছাড়া কিছু আর আমার নাই
একবার শুধু দেখতে চাই তোমায়
মরণের আগে যদি অনুমতি পাই।
--------------০--------------