এতোটা কষ্ট আর সইতে পারিনা
আমি খুব ক্লান্ত, নিঃশ্বাসে দম ফাটা শব্দ
তুমি কি শুনতে পাও?
বুঝতে কি পার স্তব্দতা?
আর্তনাদে চোখে আর জল আসেনা
প্রতিদিন, সকাল-সন্ধায়, ঘরে-বাইরে
তোমাকে পাওয়ার যে ছবি এঁকেছি
চোখ থেকে ঝরে পড়া চোরা পানিতে
ঝাপসা হয়ে গেছে ভালবাসার রং।

এতোটা যন্ত্রণা বইতে পারিনা
‌হৃৎপিন্ড থেকে স্খলিত রক্তকণা
বিষাক্ত করে আমার ধমনি।
উম্মাদ করা আবেগি ছোয়ায়
যে শিহরণ তোমার দেহে জাগ্রত
তা আমার ছোয়া নয়।

যতটা ভালবাসায় চেয়েছি তোমায়
তার দিগুণ জ্বালায় জ্বলছি আমি।
যতটা আপন ভেবেছি তোমায়
ততোটা দূরে সরিয়েছে তুমি
ব্যার্থ করে আমার ভূবণ
নিজে গড়েছ তোমার নিজ সাম্রাজ্য।

তোমাকে আমি চেয়েছি পূর্ণ আবরণে
আমার কামনা উষ্ণ স্পর্শ করা নয়।
চেয়েছি আধো আলোয় কপালের চুম্বণ
অন্ধকারে কামনার ছোয়া পেতে নয়।
ভূল করোনা ডেকে নিতে আমায়
যেদিন সবাই ফেলে যাবে একাকী তোমায়।