আমি তাই বলি, যা আমি বলতে চাই।
আমি তাই করি, যা আমি করতে চাই।
মাঝামাঝি হয়ে বেচে থাকা আমার হয়না
স্বার্থপরতার গন্ধ নাকে লাগে তীব্রতায়।

আপন করে পেতে চাই তোমায়
তাই ভালবাসার কথা বলি যখন-তখন।
অভিনয় শিখিনি বলে লুকাতে পারিনা
ঘরে-বাইরে, হাটে-বাজারে যেখানে যাই
উচ্চ গলায় বলি-
তোমায় ভালবাসি, তুমি আমার।

তোমাকে আমি ছুতে চাই উষ্ণ পরশে।
দাগ লাগাতে চাই তোমার সমস্ত দেহে।
ছিন্ন-বিচ্ছিন্ন করে দিতে চাই ভেতর-বাহির
কাঁদাতে চাই তোমায় সুখের পরশে।
তোমার লম্বা কেশের গন্ধে মাতোয়ারা আমি
বাতাসে ছড়াতে চাই তোমার-আমার মিশ্রিত নিঃশ্বাস।
সরবে যেন সব পাখি এক সূরে গাইতে পারে
তোমার-আমার নৈসর্গিক ভালবাসার গান।
সমস্ত ফুল যেন একসাথে ফুটে গন্ধ ছড়ায়
যেন তোমার-আমার মাঝে নোংরা মনের গন্ধ না লাগে।

আমি তাই পেতে চাই যা আমার প্রাপ্য
যে শিখা নিভাতে দেইনি অসহ্য দহনে
সে আলো আমার প্রাপ্য; আমার অধিকার
আমি তাই কেড়ে নেই যা আমার সম্পদ।
রূপ নেই তোমার - আমি রূপবতি চাই না
কামুক নও তুমি - তা আমার নিস্প্রয়োজন
অভিমানী নও তুমি- নিজ হাতে বানিয়ে নেব
ভালবাসা তুমি বুঝনা-  আমি তা শিখিয়ে দেব
তোমার কিচ্ছু চাইনা আমার, শুধু তোমাকে চাই।
আমি কেড়ে নেব তোমায়, তুমি শুধু আমার।