অন্যায়
*******
ভুলের প্রতি মুহূর্তের ক্ষমা
শেষ হয়ে যায় ধৈর্যের সীমা
অসহনীয় জীবন বেশ চতুর
জম্ন দিয়ে শুরু শেষ তার মৃত্যুর।
দুঃখর মাঝে যে জীবন হাসে
উপেক্ষার কান্নায় আনন্দে ভাসে
মূল্যহীনতার নীরব গ্লানির পরশ
কাঁদেনা যেজন সে সম্মানের বশ।
জীবনের কষ্ট অন্যায়ের প্রতিশোধ
বুঝে না যেজন সেজন নির্বোধ
অনাকাঙ্ক্ষিত অনিশ্চিত করণ
হেরে যাওয়া জীবন শূন্যতায় ধারণ।
পূর্ণতা হারিয়ে অপূর্ণ জীবন
নিরানন্দের বিষাদে হয় আস্বাদন
ভূলের পাপ অনুতাপে মুছে যায়
ক্ষমা নেই যদি হয় জ্ঞাত অন্যায়।