আমি মানুষ নই
**********
আমি যেন কোন মানুষ নই;
হাত-পা, চোখ-কান সমস্ত ইন্দ্রিয় বর্তমান
অভ্যন্তরে হৃদপিণ্ডও আছে যার সংকেত পাই
‘মন’ নামের যে অদৃশ্য সত্য- সেটাও বুঝি অনুভবে
বোধ, ইচ্ছা, সঙ্কল্প, সাহস কোন কিছুর ঘাটতি নেই
তবে ব্যতিক্রম এতটুকুই-
আমি নীজের সুখে কাঁদি আর হাসি নীজের দুর্দশায়
তাই বোধহয় প্রবৃত্তিটা অন্য প্রাণীর মত হয়ে গেছে।
আমি অপরাপর কোন মানুষ নই;
মানুষের থাকে রুষ্টতা, ঘৃণা, অহঙ্কার অনেক কিছু
আমারও বোধহয় আছে তবে কেন যেন লাভে আসেনা
আমি ভালবাসি ভালবাসাকে, শ্রদ্ধা করি সম্পর্ককে
কথার প্রসূনে ভূলাতে পারিনা অন্য কাওকে
তাইতো অকপটে মেনে নেই সকল অবমাননা
অমানুষ বলেই সইতে পারি অপবাদ আর ঘৃণা
দিনে হাজারটা মিথ্যে শুনলে রাতটা কাটে নির্ঘুম
মনটা বসে না কাজে যতক্ষণ শুনি পরনিন্দা
দেহ চুলকায় যদি দেখি তৈলমর্দনে হাত কচলাচ্ছে
তাই বোধ হয় মানুষ নামের উপাধিটা কেটে গেছে।
আমি অনুভবে পাই আমি কোন মানুষ নই
মানুষের লোভ থাকে, পাওয়ার কামনা থাকে
মানুষ ঠকাতে পারে, প্রতারণা করে অহরহ
অমানুষ বলেই অন্যের দোষ নীজের গায়ে মাখি
নিজের মাথায় বদ্ধ রাখি অন্যের হিংসের কথা
থামিয়ে রাখি বিবাদ বেশ কিছু মানহানি নিয়েও
বিবেককে বিক্রি করিনা আধুনিক নিষিদ্ধ পল্লীতে
তাহলে আর কিসের মানুষ? এসবে কি মানুষ হয়?
----------------------------
লেখা- ২৫/০৮/২৯২৪, বিদেশ