তোমার দিকে যখন তাকিয়ে থাকি
তখন আমার ভালবাসা খুজে পাই।
তোমায় নিয়ে যখন ভাবতে থাকি
অনুভবে পাই আমি বেঁচে আছি।
তোমার হাতের ছোঁয়া পাই যখন
বুঝতে পারি অনুভূতিগুলো সচল।
তোমার মুখে হাসি দেখি যখন
তখন যেন আমার নয়ন দেখতে পায়।

অসীম ভালাবাসায় ভালবাসি তোমায়।
উত্তরের শুরু দক্ষিণের শেষ প্রান্ত
সূর্যোদয় থেকে সূর্যাস্তের সীমানা
সিজ্জিন হতে ইল্লিন, বায়ব্য হতে ঈশান,
আগ্নেয় হতে নৈঋত্য পর্যন্ত ভালবাসি।
যেখানে যাও, যেদিকে যাও
তোমাকে ঘিরে রাখে আমার ভালবাসা।

ভালবাসি তোমায় পূর্ণিমার জ্যোস্নায়
ভালাবাসি তোমায় সমস্ত নক্ষত্রের আলোয়
ভালবাসি সমস্ত ফুলের নির্যাসের গন্ধে
ভালবাসি তোমায় ষড়ঋতুর বৈচিত্রময়তায়।
আমার সবটুকু ভালবাসা তোমার অপেক্ষায়
তোমার প্রতিটি ঘৃণা আমার অহঙ্কার।

তোমার দেয়া কষ্টগুলো আমায় শিখিয়েছে
“তাকেই ভালবাস যে তোমায় কষ্ট দেয়
তাকে কষ্ট দিওনা যে তোমায় ভালবাসে।
পৃথিবীর কাছে তুমি শুধু একজন
কোন একজনের কাছে তুমিই তার পৃথিবী”।
আমার পৃথিবী তুমি-
তুমিই আমার ভালবাসা
তুমি ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই।