আমার গ্রাম
*******

গ্রামের নাম কালনাজানি, ময়মনসিংহ জেলা
জন্ম আমার এ গ্রামেতে, কেটেছে ছোটবেলা।
তরুলতা আর বাগ-বাগিচা, ফসল ভরা মাঠ  
পাশে বহে ক্ষীর নদী, সেথায় গ্রামের হাট।

স্কুলের পাশে মাদ্রাসা আছে, কোন কলেজ নাই
পাশের গ্রামের হাই স্কুলে, পড়তে হয়েছে তাই।
ছোট্ট গ্রামে বসতি কম, সবাই সবাইকে চেনে
খোকা খুকি যত আছে, বড়দের রাখে সম্মানে।

স্কুলের মাঠে গরু ছাগল, সেথায় ফুটবল খেলা
বন্ধুরা সব যেতাম দৌড়ে, হলে বিকেল বেলা।
কাঁচা পথে কাদা থাকে, যখন আসে বর্ষাকাল
পিচ্ছিল পথে পড়ে গেলে, অনেকে ফুলায় গাল

শনি মঙ্গল হাট বাজার, কত যে উল্লাস সবার
জিলিপি ও বাদাম টানা, খাওয়া হবে আবার।
পাট ক্ষেতে লাউ গাছ, হলুদের সাথে আদা
সিমের সাথে বরবটি, চাষ করেছেন দাদা।

বর্ষাকালে খাল আর পুকুর, নদীর সাথে মিশে  
এখানের মাছ ওখানে যায়, অথৈ পানিতে ভেসে।
সন্ধ্যাবেলায় বাশ ঝাড়ে, হাজার পাখির মেলা
কিচিরমিচির শুরু হলে, ছাড়তে হতো খেলা।

জৈষ্ঠ্য মাসে কাঁঠাল পাকে, থাকে পাকা আম
ছেলে মেয়েরা একসাথে, বসতাম খেতে জাম।
দিনগুলো কই হারিয়ে গেল, ফিরে পাবো না আর
মনটা শুধু ফিরে যেতে চায়, ওই গ্রামে বারবার।

-----------------
লেখা- ০২/০৯/২০১৪ ইং, বিদেশ